আজ বিশ্ব গাধা দিবস

আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ব গাধা দিবস। ২০১৮ সাল থেকে পালিত হয়ে আসছে দিবস টি। এরপর থেকে প্রতি বছরের ৮ মে সার্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস। প্রকৃতিতে গাধার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি উদযাপন করা যেতেই পারে।
কেউ একটু বোকামি করলেই তাকে গাধার সঙ্গে তুলনা করতে ছাড়েন না কেউ কাইরে। এমনকি যারা খুব বেশি পরিশ্রম করেন তাদের কাজকে অনেকেই বলেন গাধার খাটুনি খাটছে লোকটা। আবার কেউ হয়তো আপনাকে একদিন গাধা বলেছিল, সেই কথাতে বেশ কষ্টও পেয়েছিলেন। কিন্তু আজ সেই কষ্টের কথা ভুলে যান। কারণ আজ বিশ্ব গাধা দিবস।
২০১৮ সালের ৮ মে প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব গাধা দিবস। গাধা দিবসের সূচনা করেন প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক। তিনি মূলত মরুভূমিতে বসবাসকারী প্রাণীদের নিয়ে গবেষণা করার সময় দেখেন, গাধারা মানুষের জন্য অনেক মূল্যবান কাজ করলেও তারা প্রাপ্য সম্মান বা স্বীকৃতি পায় না।
এ থেকেই বোঝা যায় এই প্রাণীটি কতটা পরিশ্রম করে মনিবের জন্য। এই পরিশ্রমী প্রাণীটিকে তাই তো উৎসর্গ করা হয়েছে গোটা একটি দিন। এই প্রাণীটিকে আজ ভালোবাসার দিন, সম্মান জানানোর দিন।
এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।
এমএসএস
আপনার মূল্যবান মতামত দিন: