কর্মফল

ড. খান মো. মনিরুজ্জামান
আপনার সুখে যদি অন্যের ক্ষতি করেছো,
স্রষ্টার বিচারে বন্ধু তুমি, মরেছো! মরেছো!
তোমার কারণে যদি কেহ কেঁদে মরে দুখে,
ভিষম আঘাত হেনে বন্ধু হাসো কোন মুখে?
পাষাণী বানে তুমি করেছো বন্ধুর অপমান,
দেখিয়া তোমারে হাসে আযাযিল শয়তান।
আপনার মঙ্গলে যদি কারো অকল্যাণ হয়,
অকল্যাণের বীজ বুনিলে জানিবে নিশ্চয়।
তোমার অনলে যদি কারো চিত্ত পুড়ে ছাই,
সে অনল সৃজনে তোমার যে বাহাদুরি নাই।
অপরের বদনে হাসি ফুটায়ে স্বর্গ সুখে রও,
এমন সুখে মুখে মুখে তব মনের কথা কও।
কণ্টক জাগে তোমার মনে কারো কষ্টানলে,
এটাই মানবতা যা কালে কালে মানুষ বলে।
মানুষে মানুষ ধরে এ মানুষে বলিয়ান যারা,
ধন্যি মায়ের পুর্ণ সন্তান কুল কায়েতে তারা।
কাঁটা ছড়িয়ে পান্থপথে কাঁটার আচড় খাবা,
কারেও থাবা দিলে তুমিও খাবে ব্র্যাঘ্র থাবা।
তোমারি স্বার্থ সঞ্চারী মরি মরি কারো কষ্টে,
ধর্মতলার বারণে তোমার কারণে সবই নষ্টে।
আকালের পথে কষ্টরথে দিন বদলের চেষ্টা,
অদুরদিন সুদিন মিটাবে তোমার তৃষ্ণাতেষ্টা।
আপনার সুখে-দুখে অপরের কল্যাণ চিন্তন,
খোদা মুখি স্বর্গসুখে হবে সুখি তুমি সর্বক্ষণ।
লেখক: গবেষক, প্ল্যান্ট প্যাথলজি
আপনার মূল্যবান মতামত দিন: