দিনাজপুরের হিলিতে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ২৩:০৪ পিএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৫ পিএম

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে চিকিৎতা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ।

আজ শনিবার (১৯ এপ্রিল) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হারিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচারাল ইনভারমেন্ট ফর সোসাল ট্রেইন (ঘবংঃ) 'নেস্ট' এর আয়োজনে জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে সকাল থেকে দিনব্যাপী এই বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে এলকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করন, এবং অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হয়েছে।

হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু বলেন, আমাদের এলাকায় আজকের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে। এখানে অত্র এলাকার অবহেলিত, গরীব দুস্থ ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা সহ ফ্রি ঔষধ দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ।

দিনাজপুর গাওসুল আযম এর (বিএনএসবিআই) প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী নেস্ট এর আয়োজনে দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের মেড়িকেল অফিসার ডাঃ ফাহমিদা নাজনীন নেতৃত্বে ৮ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্নয় করার কাজ করতেছি।

স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সভাপতি ফয়সাল খান বলেন, নেস্ট সম্পূর্ণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অবহেলিত, নিপীড়িত, গরীব দুস্থ ও অসহায় মানুষের সেবা মূলক কাজ করায় আমাদের মূল লক্ষ্য। তাই দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা ও জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে আজকের এই চক্ষু শিবির এর আয়োজন করা হয়েছে।

এখানে প্রায় ৫'শ রোগীর ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ, এবং ছানি পড়া রোগী আগামী সোমবার ছানীপড়া রোগীদের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর