আলোচনা সভায় মির্জা ফখরুল

নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ০৮:০৪ এএম

সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে নির্বাচন ও সংস্কারের বিষয়ে ধৈর্যের সঙ্গে গ্রহণযোগ্য সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে কতগুলো নির্ধারিত বিষয়কে আমরা অনির্ধারিত করে ফেলেছি। আমরা আশা করি, খুবই অল্প সময়ের মধ্যে একটি কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারব।

রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ‘বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আগষ্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, আমরা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে এখনো কোনো নির্বাচিত সরকার বা পার্লামেন্ট পাইনি। সেজন্য আমাদেরকে সতর্কতা এবং সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। এজন্য আমাদের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।

আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজকের এই সময় জাতির জন্য নোমান ভাইয়ের প্রয়োজনটা অনেক বেশি ছিল। এই ফ্যাসিবাদ পতনের পর জনগণকে সঠিক পথে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সহজেই জনমতকে এক করে তিনি আন্দোলন গড়ে তুলতে পারতেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এই পরিচয় দিতেন না নোমান। তিনি এর থেকেও অনেক বড় মানের নেতা ছিলেন। তার কাজগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে অনেক উপকার হবে। নোমান ভাইয়ের আত্মা সেদিনই শান্তি পাবে যেদিন তিনি ওপার থেকে দেখতে পারবেন এদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী পারভেজ ইসলামকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দুঃখের বিষয় হচ্ছে আজকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে তারা কখনই এই দেশের মঙ্গলের সঙ্গে থাকতে পারে না।

সরকার পরিবর্তন হলে শ্রমিকদের নেতৃত্বও পরিবর্তন হয়ে যায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জুলাই আগষ্টের আন্দোলন বাদেও গত ১৫ বছরের যত আন্দোলনে শ্রমিকরা আত্মহুতি দিয়েছেন, তাদের তালিকা শ্রমিক দলের থাকা উচিত। আমি আশা করব, আমাদের শ্রমিক নেতারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটা তালিকা তৈরি করবেন। শ্রমিকদের কথা শ্রমিকদেরই বলতে হবে। এজন্য শ্রমিকদেরই নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। যাতে করে কোন সুবিধাভোগী এসে যেন সুবিধা নিতে না পারেন।

মির্জা ফখরুল বলেন, আজকে একটি পক্ষ বলছে গণঅভ্যুত্থানে বিএনপির কোন অবদান নেই, তাদের সব অবদান। তাই আজকে আমি বলতে চাই আসুন না আমরা সবাই একজোট হই, ঐক্যবদ্ধ হই। নিজেদেরকে আরো দৃঢ়ভাবে তৈরি করি। যাতে করে তাদেরকে সেই তাদের বোধ থেকে সরিয়ে দিতে পারি এবং আমাদের অধিকারকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি।

চট্রগ্রামের বিএনপির রাজনীতির ইতিহাসে নোমান ভাই ছিলেন নেতাদের নেতা বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নোমান ভাইয়ের মত আপাদমস্তক রাজনীতি করা লোক সহজে দেখা যায় না। চট্রগ্রামের বহু নেতা তার আন্ডারে রাজনীতি করেছেন। আমরা যদি তার আদর্শ ধারণ করে চলতে পারি তাহলে তার রাজনীতি সার্থক হবে। তিনি বলেন, সব থেকে শান্তির বিষয় হচ্ছে নোমান ভাই জীবিত থাকা অবস্থায় ফ্যাসিবাদের পতন দেখে গেছেন। তবে জীবিত থাকা অবস্থায় তিনি নির্বাচন দেখে যেতে পারলেন না।

অনুষ্ঠানে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান দুর্জয় বলেন, আমার বাবা জীবনের শেষ সময় পর্যন্ত কোন শর্ত দিয়ে রাজনীতি করেননি। আমার বাবা মনে করতেন রাজনীতিতে নেবার কিছু নেই, রাজনীতিতে দেবার অনেক কিছু আছে। আমার বাবা দলকে কখনো বলেনি আমাকে কিছু না দিলে আমি কিছু করব না।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর