গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

প্রকাশিত: ০৪ মে ২০২৫ ২১:০৫ পিএম

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উল্কা সিনেমা হলের পাশে এ হামলা চালায় একদল দুষ্কৃতকারী।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলাকারীরা আচমকা গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে গাড়ির কাচ ভেঙে ছড়িয়ে পড়ে, আহত হন হাসনাত আব্দুল্লাহ নিজেও। তার হাতে কেটে রক্তাক্ত হয়েছে।

ঘটনার সময় গাড়িতে আরো দুইজন আরোহী ছিলেন বলে জানা গেলেও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

সূত্র আরও জানায়, হামলার কিছু সময় আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ফিরছিলেন। এ ঘটনায় রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি-না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট প্রশাসন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান জানান, এ হামলার সাথে কারা জড়িত—তা এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ওসি আরও বলেন, তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ হয়েছে এবং গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাসনাত আব্দুল্লাহও আহত হয়েছেন। এ বিষয়ে আমরা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছি।

এনসিপির গাজীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, হাসনাত আব্দুল্লাহ ঢাকা ফেরার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি নির্জন এলাকায় যুবলীগ-ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গাড়িতে হামলা করে। গাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে এবং হাসনাত আব্দুল্লাহ এ হামলার ঘটনায় আহত হন। খবর পেয়ে এনসিপির গাজীপুরের কর্মীরা হাসনাত আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেন।

হামলার প্রতিবাদে বিক্ষোভ
ঢাকা ফেরার পথে গাজীপুরের চৌরাস্তা এলাকায় এনসিপির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিবির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যখন এনসিপি সোচ্চার হয়েছে তখনই তাদের ওপর হামলা করা হচ্ছে। যত বাধাই আসুক আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ করতে হবে বলেও তারা দাবি করেন। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাদের ফাঁসি এবং নিষিদ্ধ করার এনসিপির নেতাকর্মীরা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর