শাপলা না হলে চব্বিশ আসতো না: হাদি

শাপলা চত্বর শিখেয়েছে কিভাবে ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে বুক চেতিয়ে দিয়ে লড়াই করতে হয়। তাছাড়া শাপলা না হলে চব্বিশ আসতো না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি।
সোমবার বিকালে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে জুলাই জনতার ব্যানারে আয়োজিত 'শাপলা সংহতি' কর্মসূচিতে এসব কথা বলেন।
হাদি বলেন, এই শাপলা চত্র শিখেয়েছে গ্রাম গঞ্জ থেকে কিভাবে ঐক্য হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে হয়। কিন্তু লজ্জা লাগে আজ এই গণহত্যার বিচারের দাবিতে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। তিনি বলেন, আমরা ইন্টেরিমকে বলতে চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যায় শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, ইনকিলাব মঞ্চের সদস্য সশুব আব্দুল্লাহ আল জাবের, কেন্দ্রীয় কমিটি সদস্য মাসুদুর রহমান আদনান, ঢাবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হাজার শহীদের রক্ত মাড়িয়ে আমরা আজ এমন একপর্যায়ে পৌঁছেছি, যেখান থেকে আমাদের স্পষ্ট দাবি সকল গণহত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: