চাঁদাবাজির মামলায় খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫ ১৯:০৩ পিএম

এক এগারোর সেনা সমর্থিত সরকারের সময়ে রাজধানীর গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

মঙ্গলবার ঢাকার দ্বিতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসানের আদালত তাকে খালস দিয়ে এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ৮ মার্চ ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া। এতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূর উদ্দিন অপুকে আসামি করা হয়। ২০১৪ সালের ১৩ জুন আত্মসমর্পণের পর ২৩ মাস জেল খেটেছেন মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। ইতিপূর্বে তারেক রহমান এই মামলায় খালাস পেয়েছেন।

এদিন আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো তারেক রহমান ও মিয়া নূর উদ্দিন অপুর নামে। এর আগে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। সার্বিক বিবেচনায় মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন আদালত।

এর আগে, ২৭ জানুয়ারি ঢাকার বিশেষ জজ রেজাউল করিমের আদালত মানিলন্ডারিং মামলায় খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর