সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট: ২৬ আগষ্ট ২০২৫ ৯:০২ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু দিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই।

মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি। তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে।

জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে এখনও সরগরম রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে রয়েছে গুঞ্জন আর অনিশ্চয়তা। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বাদানুবাদ চলছেই।

তবে যে যাই বলুক, নির্বাচন নিয়ে সরকারের দেয়া নির্ধারিত সময়েই আস্থা রাখতে চায় বিএনপি। দলটির মহাসচিব জানান, এ নিয়ে তার দলে কোনো অনিশ্চয়তা নেই।

শিগগিরই দলের প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ ও অতীতে রাজপথের ভূমিকা।

প্রশ্ন ছিলো সংবিধান পবিবর্তন বা সংশোধন ইস্যুতে বিএনপির অবস্থান কী? মহাসচিবের সাফ জবাব, কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি। এমনকি সংশোধনও হতে হবে নির্বাচিত সংসদের হাত ধরেই।

নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর