নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নায়েবে আমির মুজিবুর রহমান

নিউজ ডেস্ক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গণঅধিকার পরিষদের সভাপতি গুরুতরভাবে আহত নুরুল হক নুরকে আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে দেখতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘নুরুল হক নুর জাতীয়ভাবে পরিচিত নেতা। বাংলাদেশের চলমান আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও রেখে চলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এরইপূর্বে তার ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন।’

তিনি বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। দেশের এই ক্রান্তিকালে ঐক্য, সংহতি ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুন্দর নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা ও দোয়া করা প্রয়োজন।’

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক বন্ধুরা যেভাবে দায়িত্ব পালন করছেন তা প্রশংসনীয়। তাদের ত্যাগ ও কষ্ট আল্লাহর কাছে কবুল হোক।’

তিনি বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা একটি নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না-হলে ভবিষ্যতে বড় কোনো ঘটনারও অবমূল্যায়ন হবে। আমরা মনে করি, যেকোনো ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক তদন্ত ও বিচার অপরিহার্য।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর