উত্তরা ইপিজেডে শ্রমিক নিহত, জামায়াতের নিন্দা

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, সকালে উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনের সময় গুলিতে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আমি নিহত হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
অধ্যাপক পরওয়ার আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালানো অনুচিত। অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা এবং বন্ধ কারখানা চালু করে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: