"আগামী নির্বাচনে আ.লীগ-জাতীয় পার্টিসহ ১৪ দলের অংশগ্রহণের সুযোগ নেই"

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৯ এএম
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:১০ এএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, একটি পক্ষ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে চায়— এ কথা শুনে প্রধান উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছেন। তবে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোন দেশ বা কখন তাকে পাঠানো হবে, তা এখনো নির্ধারণ হয়নি। নূরের ওপর বর্বর হামলার বিষয়ে প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নূর বিগত সরকারের সময়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন এবং এখনো এমন আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না।

রাশেদ আরও বলেন, হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে সরকার। আজ রাতের মধ্যেই এর প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা।

মামলা হয়েছে কিনা বা কতজনকে আটক করা হয়েছে— এমন প্রশ্নের জবাবে রাশেদ বলেন, যেহেতু নূর আহত, তাই তিনি নিজে মামলা করতে পারেননি। তবে আমাদের আইনজীবীরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে রাশেদ খান জানান, আগামীতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের কাছে পরামর্শ চেয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর