‘একবার সুযোগ দিন, কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবো’

কুমিল্লার মানুষ আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবো - এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
বুধবার বিকেলে কুমিল্লায় সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, “এই কুমিল্লাকে বাঁচাতে, কুমিল্লা সদর দক্ষিণকে বাঁচাতে, আমাদের দক্ষিণকে বাঁচাতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই ঐতিহাসিক গণমিছিল প্রমাণ করে, ইনশাআল্লাহ আমাদের দাবি, আমাদের ঠিকানা ফিরে আসবে।”
এর আগে নেতাকর্মীরা কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণ থানা, সদর দক্ষিণ উপজেলা এবং লালমাই উপজেলার স্থায়ী বাসিন্দা ও ভোটাররা সাবেক ২৫৬ কুমিল্লা-০৯ সংসদীয় আসন পুনর্বহাল অথবা নতুন করে একটি স্বতন্ত্র আসন ঘোষণার দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ১৯৮৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা-০৯ আসন (সদর দক্ষিণ, লালমাই ও সিটির ১৯-২৭ নং ওয়ার্ড) বিদ্যমান ছিল। কিন্তু ২০০৮ সালে আসনটি বিভক্ত করে বিলুপ্ত করা হয়, যা আইনবহির্ভূত ছিল বলে তারা দাবি করেন। বর্তমানে এই এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৯৪৪ জন। তাই আইনি কোনো জটিলতা ছাড়াই পুনরায় স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা সম্ভব বলেও স্মারকলিপিতে জানানো হয়।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু সহ আরও অনেকে। সমাবেশটি সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান।
এছাড়াও, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার সংযোগস্থলে অবৈধ ব্যারিকেড, ইউলুপ ও অপরিকল্পিত ইউ-টার্ন অপসারণ এবং রেল ওভারপাস সম্প্রসারণের দাবিতে আরেকটি স্মারকলিপিও প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: