দলে শৃঙ্খলা থাকলে জাতির মধ্যেও শৃঙ্খলা থাকবে: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

দলে শৃঙ্খলা থাকলে জাতির মধ্যেও শৃঙ্খলা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দলে শৃঙ্খলা থাকলে জাতির মধ্যেও শৃঙ্খলা থাকবে। আমাদের সুস্থ ধারা ও গণতান্ত্রিক রাজনীতির চর্চা করতে হবে। ভালো রাজনীতির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির বিলুপ্ত করতে হবে।

তিনি বলেন, বিএনপির ইতিহাস মানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস। তাই স্থিতিশীল জাতি দেখতে চায় বিএনপি। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে, দুর্নীতি সন্ত্রাস গণতন্ত্র হত্যার ইতিহাস। নির্বাচনকে কেন্দ্র করে যারাই কাঁটা বিছানোর চেষ্টা করছেন, তাদের প্রতি নসিহত, অতি শিগগিরই বাংলাদেশে আসবেন তারেক রহমান। সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে, বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের বাইরে যেসকল বিষয়ে ঐকমত্য হওয়া গেছে তা এখনই বাস্তবায়ন করা যেতে পারে। কোন আলাপ আলোচনা ছাড়া আরপিওতে কিছু নিয়ে আসলে পরবর্তীতে জটিলতা তৈরি হবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। মেজর ইস্যু গুলোতে আলোচনা করা উচিত। বর্তমান সংবিধানের ভিত্তিতে সবকিছু চলছে, কাকে খুশি করার জন্য ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও প্রশ্ন করেন সালাহউদ্দিন আহমদ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর