শাইখুল হাদিস আল্লামা আহমদুল্লা’র ইন্তেকালে জামায়াত আমিরের শোক

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম হাফেজ আহমদুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন।
১৪ সেপ্টেম্বর (রোববার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক বানীতে এই শোক প্রকাশ করেন।
শোকবাণীতে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম হাফেজ আহমদুল্লাহ (৮৪) আজ ১৪ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবাণীতে তিনি বলেন, শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম হাফেজ আহমদুল্লাহর ইন্তিকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তিনি ছিলেন হাজারো আলেমের উস্তায। তিনি দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর রেখে যাওয়া কাজ মানুষকে ইসলামের পথে পরিচালিত করবে।
শোকবাণীতে তিনি আরও বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আপনার মূল্যবান মতামত দিন: