'পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে রাজপথে থাকব'

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৯:০৯ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি এবং দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে জামায়াতে ইসলামী।

সোমবার জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে ঢাকা-০৪ আসনে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এই ঘোষণা দেন।

রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে যোগ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ছাড়া ছাড়া দেশের ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে রয়েছে। পিআর বাস্তবায়নে প্রয়োজনে গণভোট আয়োজনের কথা ও জানান তিনি।

ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। সংস্কার, বিচার ছাড়া নির্বাচন হলে সবকিছু আগের মতোই থেকে যাবে।

এসময় তিনি আরও বলেন, ডাকসু জাকসুতে একটি দলের অপমানজনক কলঙ্কের উদাহরণ সৃষ্টি হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও তাদের এমন ভরাডুবি হবে। বিগত শাসকের সময়ে দেশ পরিচালনায় মানুষের কল্যাণের বিষয়গুলো না থাকলেও গণঅভ্যুত্থান থেকে মানুষ কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখে। যা যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে বাস্তবায়ন সম্ভব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর