আখতারের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকার এবং মন্ত্রণালয় থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই এ ঘটনা ঘটেছে। তাই আমরা সরকার ও মন্ত্রণালয়ের কাছে জবাব চাইবো। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের ওপর হত্যার নীল নকশা নিয়ে আক্রমণ দেখেছি। উপদেষ্টা মাহফুজ আলমের এর আগে যখন লন্ডন এবং আমেরিকায় গিয়েছিল, তখন সেখানেও তার ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা আখতার হোসেনের ওপর হামলা দেখতে পাই।
এ সময়, ক্রমাগত এই হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতাগুলোর বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, যখন মাহফুজুর রহমানের উপরে আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দদের টার্গেট করে এসব করা হচ্ছে। এর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, যারা ভেতর থেকে ইনফরমেশন লিক করছে।
অপরদিকে, বিভিন্ন মামলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের জামিন দেয়ার অভিযোগ তুলে বলেন, অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদের হুমকি দিচ্ছে। এজন্য সরকারের সর্বস্তরের যে ফ্যাসিবাদের দোসরে রয়ে গেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
এ সময় কিছু স্পষ্ট দাবির কথা উল্লেখ করেন এনসিপির এ নেতা। সেগুলো হল— ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে হবে, ফ্যাসিবাদের সময় নিয়োগকৃত সকল আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপরসারন করতে হবে। সেইসাথে, উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারী যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে, জুলাই হত্যার বিচার ত্বরান্বিত করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
অপরদিকে, শাপলা প্রতীক না দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, এর কোনো আইনগত যুক্তি নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ইসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এ সময়, গণধিকার পরিষদের সাথে সংযুক্তির বিষয়ে জিজ্ঞেস করা হলে জানান, এটা আলোচনার পর্যায়ে রয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে জানাবো হবে বলে নিশ্চিত করেন তিনি।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: