৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: রাশেদ খান

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ২৩:১০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি গণঅধিকার পরিষদের রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন বলেন, ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেদিকে সরকার এখনো মনোযোগ দেয়নি। নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সরকার এই ঘটনার বিচার করতে না পারলে নির্বাচনী পরিবেশ কীভাবে তৈরি করবে।

তিনি বলেন, পরিষদ ইতিমধ্যে ৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরও ১০০ আসনে প্রার্থী দেওয়া হবে। এছাড়া, এখন পর্যন্ত কোনও দলের সঙ্গে গণঅধিকার পরিষদের নির্বাচনি জোট হয়নি বলেও জানান রাশেদ খান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই। পুলিশ- প্রশাসন ও সব সেক্টরে এখনো আওয়ামী দোসররা আছে। তাই নির্বাচনের আগে প্রশাসনে সংস্কার গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের আন্তরিকতা আছে জানিয়েছে রাশেদ খাঁন বলেন, আমরা তাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। তবে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর