বাংলাদেশ একটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির দেশ বৌদ্ধ বিহার পরিদর্শনে নুরুল আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০৬ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে আজ। এ উপলক্ষে উপজেলার বৌদ্ধ অধ্যুষিত মায়ানী ও হাইতকান্দি ইউনিয়নের বিভিন্ন বিহার পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে তিনি এসব ইউনিয়নের বিভিন্ন বিহারে গিয়ে ভিক্ষু ও উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবারণা উৎসবের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব ছাত্রদল নেতা মোহন দে'সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের নুরুল আমিন চেয়ারম্যান বলেন, প্রবারণা পূর্ণিমা হলো আত্মশুদ্ধি ও কল্যাণের দিন। বাংলাদেশ একটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির দেশ। প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটাই আমাদের কাম্য।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিরসরাইয়ের বিভিন্ন বিহারে দিনব্যাপী প্রার্থনা, ফানুশ উড্ডয়ন, প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: