জামায়াত কোরআন-সুন্নাহর আলোকে সৎ লোকের শাসন দেখিয়েছে: আজহার

জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর নির্দেশিত সৎ লোকের শাসনের নমুনা ইতিপূর্বে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় কুর্শা ইউনিয়নের অনন্তপুর এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পরে দর্জিপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকায় গণসংযোগ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী।
জামায়াতে সততার কথা উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর দুজন শীর্ষ নেতা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওই ৫ বছরের শাসনামলে এক টাকারও কোন দুর্নীতি জামাতের ঘোরতর দুশমনরাও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পায়নি। আগামীতে জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা সততার সাথে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহর নির্দেশিত পথে জনগণের আমানত যথাযথভাবে সংরক্ষণ করব।
কারাগারের আটকের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে ১৪ বছর কারাগারের অন্ধকারে আটকে রেখেছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এভাবে দেশের অনেক আলেম, যুবক, নারী, শিশুকে নির্বিচারে হত্যা এবং গুম নির্যাতন করে ক্ষমতায় থাকতে চেয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজ জুলুম মুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে অনেক দলকে ক্ষমতায় দেখেছেন। এবারে জামায়াতে ইসলামীকে দেখেন। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারি বরাদ্দের জনগণের আমানত যথাযথভাবে কল্যাণের কাজে ব্যাবহার করব ইনশাআল্লাহ্।
পথসভা ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ লেবু মিয়া, কুর্শা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মোহছেনুল হক প্রামাণিক প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: