‘আপামর জনসাধারণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এদেশের মানুষের সত্যিকার কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র-জনতার ত্যাগ ও রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে জামায়াতে ইসলামীকেই বেছে নিতে হবে।
তিনি বলেন, ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বাদ দেয়ার কারণেই আজ দেশে বিভিন্ন সেক্টরে অশান্তি বিরাজ করছে। মুসলমানদের এই দেশে আল্লাহর আইন ছাড়া কখনোই প্রকৃত সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে না। মানুষ ব্যক্তিগত স্বার্থ দেখে, কিন্তু ইসলামী বিধান প্রতিটি নাগরিকের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে রাজশাহী জেলার মুন্ডমালা পৌরসভা জামায়াত আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর মো. মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ডা. মো. ওবায়দুল্লাহ, উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, তানোর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রহিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কাদের প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী নির্বাচনে জাতীয় সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে যারা কাজ করে, তাদেরকেই বিজয়ী করতে হবে। জনগণ যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে দেশ আবারও পিছিয়ে পড়বে। তাই পাড়া-মহল্লা ও গ্রামে-গঞ্জে গিয়ে সৎ, যোগ্য ও আমানতদার প্রার্থীদের পক্ষে গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে গণসংযোগ চালাতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষকে কুরআনের আইন অনুসরণের পথে আহ্বান জানানো প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমাদের পাড়া-মহল্লার দায়িত্বশীল কমিটির ভাইদের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: