‘জুলাই সনদ নিয়ে আবারও দায়সারা মনোভাব দেখিয়েছে অন্তর্বর্তী সরকার’

জুলাই সনদ নিয়ে আবারও অন্তর্বর্তী সরকার দায়সারা মনোভাব দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, জুলাই সনদ অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক ধরনের রাজনৈতিক দলের চুক্তির মিলনমেলায়, যেখানে অবহেলিত হয় শহিদ পরিবার। সরকার শুধু নিজেদের সেইফটির চিন্তায় আছে। জনগণের চাওয়ার প্রতিফলন নেই এই সনদে। শহিদ পরিবার, জুলাই যোদ্ধাদের মর্যাদা দেয়া হয়নি, বরং তাদের ওপরে লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দাবি অনুযায়ী ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে ভবিষ্যতে অভ্যুত্থানকামী যোদ্ধারাই মামলা-হামলার শিকার হবেন। এখনো অনেক বিষয় স্পষ্ট নয়। আমরা বহু ছাড় দিয়েছি। কিন্তু যদি এভাবে চলতে থাকে, তাহলে দেখা যাবে একসময় এই অভ্যুত্থান ইতিহাস থেকেই মুছে যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: