চাঁদপুরের ৫ আসনে ৩৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় যাচাই-বাছাই কার্যক্রম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দলের প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে চাঁদপুর-১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন— গণফোরামের মো.আজাদ হোসেন, জাতীয় পার্টির হাবিব খান ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেন। তাদের প্রত্যেকের দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর-২ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল ও একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাতিল ঘোষণা করা হয় বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মানসুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মবিন, আমার বাংলাদেশ পার্টির রাশিদা আক্তারের মনোনয়নপত্র। আর মনোনয়নপত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুস শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর-৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে গণফোরাম প্রার্থী সেলিম আকবরের হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর-৪ আসনে ১০ জনের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন- বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. আব্দুল মালেক (ঋণখেলাপি), স্বতন্ত্র প্রার্থী মো. আব্বাস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন এক শতাংশ ভোটার সমর্থনপত্র জমা না দেওয়া এবং একই কারণে আরেক স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয় ।
চাঁদপুর-৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেনের এক শতাংশ ভোটার সমর্থন না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: