আ. লীগ ইসরায়েলকে পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল- সালাহ উদ্দিন আহমেদ
বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল নাম প্রত্যাহার করে আওয়ামী লীগ পরোক্ষভাবে ইজরাইলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে 'নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস' কর্মসূচির সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভে তিনি এমন মন্তব্য করেন।
এসময় ফিলিস্তিনের জন্য বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি। সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণহত্যার পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যোগাচ্ছে মার্কিন বাহিনী।
মুসলিম বিশ্বমোড়লদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায়, গণহত্যা বন্ধ চাই। সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। গতকাল সারা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে।
তিনি আরো বলেন, আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। তা না হলে বাংলাদেশের নামে এই বদনাম হতো না।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত দিন: