হুইলচেয়ার বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ০৮:০৪ এএম

প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে দেশটির হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের দুই ভেন্যুতে হবে এই হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও আমন্ত্রণ পেয়েছে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এই বিশ্বকাপের প্রতিটি দলে থাকবেন ২১ জন সদস্য। যার মধ্যে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার থাকবেন।

গতকাল বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ মহসিন বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’

তবে আর্থিক জটিলতায় বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন মহসিন। এর জন্য বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সাহায্য চেয়েছেন। তার কথায়, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর