নারী বিশ্বকাপ বাছাই
স্কটিশদের হারে বিশ্বকাপ নিশ্চিত, নির্ভার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সমীকরণ কী হবে তার জন্য সবাই তাকিয়ে ছিল স্কটল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচে স্কটল্যান্ডের হারে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজের জন্যও বিশ্বকাপে খেলার সমীকরণ থাকলেও নেট রানরেটের ব্যবধান অনেক বেশি হওয়ায় ক্যারিবিয়ানদের জন্য তা উতরে যাওয়া এক রকম অসম্ভব ব্যাপার
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের সুচনাটা ছিল দারুণ। প্রথম তিন ম্যাচের তিনটিতেই পেয়েছিল দারুণ জয়। এই তিন ম্যাচে ব্যাটারদের সফলতায় নেট রানরেটে অন্য দলগুলোর চেয়ে ঢের এগিয়ে ছিল। সেই সুবিধায় ওয়েস্ট ইন্ডিজকে টপক এবার বিশ্বকাপে খেলার সুযোগ পেতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এ ম্যাচে মাঠে নামার আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় নিগার সুলতানা জ্যোতির দল থাকবে অনেকটা নির্ভার।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট পাবে তারা। তবে নেট রানরেটের হিসেবে বাংলাদেশের (+১.০৩৩) চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজের (-০.২৮৩) সামনে বাস্তবিক অর্থেই নেই বিশ্বকাপে খেলার কোনো সুযোগ। ফলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য ফলাফল কোনো প্রভাবই রাখবে না।
স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ওয়ানডে সংস্করণে দুই দলের ১৫ দেখায় ৭ টি করে জয় পেয়েছে দুই দল। ২০২৩ সালে দুই দলের সবশেষ দেখায় বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। সেই স্মৃতিকে সঙ্গী করে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তাররা। সেই স্মৃতিকে সঙ্গী করে জয় পেলে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: