সাকিবের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে মুদ্রা নিক্ষেপে জয়ী হয়েছেন সফরকারী দলের অধিনায়ক ক্রেইগ আরভিন। স্বাগতিকদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।
সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে চাইলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের।
এমন সমীকরণে এনামুল হক বিজয়কে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের জায়গায় খেলছেন এই ডানহাতি ওপেনার। এছাড়া একাদশে ৩ স্পিনার রেখেছে স্বাগতিকরা। মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে জায়গা পেয়েছেন নাইম হাসান।
দুই দলের একাদশ:
জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, নিক ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, তাফাদযাওয়া তিগা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিনসেন্ট মাসেকেসা।
বাংলাদেশ: এনামুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাইম হাসান, তানজিম হাসান সাকিব।
আপনার মূল্যবান মতামত দিন: