তাইজুলের ৫ উইকেট

প্রথম দিন বাংলাদেশের দাপট

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ২০:০৪ পিএম

নিক ওয়েলস ও শন উইলিয়ামসের ব্যাটে চড়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। কিন্তু আচমকা ব্যাটিং ধ্বসে সে স্বপ্ন ছাই পড়ল সফরকারীদের। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার খুব কাছে থেকে প্রথম দিনের খেলা শেষ করল জিম্বাবুয়ে। প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে তারা। এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। ৫ উইকেট নিয়েছেন তিনি।

আচমকা ব্যাটিং ধ্বসেই অলআউটের খুব কাছে অবস্থান করছে জিম্বাবুয়ে। প্রথম সেশনে ২ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলারদের ভুগিয়েছে সফরকারীরা। এই সেশনে কোনো উইকেট হারায়নি তারা। তবে শেষ সেশনে ৭ ব্যাটারকে হারিয়ে খাদের কিনারায় জিম্বাবুয়ে। মুজারাবানি ২ ও তাফাদজাওয়া তিগা ১৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। ৫৪ রান এনে দনে ওয়েলস। তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়েন তারা। সমান ২১ রান আসে ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাট থেকে। অতিথিদের ৫ ব্যাটারকে ফেরানোর পথে ৬০ রান খরচ করেন তাইজুল। এছাড়া ২ উইকেট নেন নাইম হাসান।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৭/৯ (৯০ ওভার); উইলিয়ামস ৬৭, ওয়েলস ৫৪, বেনেট ২১, কারান ২১; তাইজুল ৫/৬০, নাইম ২/৪২
টস: জিম্বাবুয়ে

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর