পিছিয়ে গেল বিপিএল নিলামের সময়

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম

প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও পরে আর তা করা হয়নি। ড্রাফট পদ্ধতিতে দীর্ঘদিন চলার পর নিলাম পদ্ধতি ফিরিয়ে আনায় এবারের বিপিএলকে ঘিরে সমর্থকদের মধ্যেও বেড়েছে উন্মাদনা।

রোববার (৩০) নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। শুরুতে আয়োজকদের পক্ষ থেকে বিকেল ৩টায় নিলাম শুরুর কথা বলা হলেও শেষ মুহূর্তে তাতে পরিবর্তন আনা হয়েছে। এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে এবারের বিপিএল নিলাম।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। একাদশে কমপক্ষে দুই এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে দলগুলো। এ ছাড়া প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত করা যাবে।

একনজরে ১২তম বিপিএল প্লেয়ার্স’ নিলামের সময়সূচি-

তারিখ- ৩০ নভেম্বর ২০২৫ (রোববার)

স্থান- গ্র্যান্ড বলরুম, র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন, ঢাকা

সময়- বিকেল ৪টা

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর