মেসির নিরাপত্তায় যা যা করছে মুম্বাই

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:১২ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির রোববারের (১৪ ডিসেম্বর) মুম্বাই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুম্বাই পুলিশ। কর্মকর্তাদের জানানো হয়েছে, স্টেডিয়ামের ভেতরে পানির বোতল, ধাতব বস্তু, কয়েনসহ বিভিন্ন জিনিস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দর্শকদের ওপর নজর রাখতে ওয়াচটাওয়ার বসানো হচ্ছে। খবর এনডিটিভির।

পুলিশ আরও জানিয়েছে, কোনো ধরনের হুড়োহুড়ি বা পদদলনের পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। শনিবার কলকাতায় মেসির সফরের সময় সল্টলেক স্টেডিয়ামে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি রোধ করতেই এই ব্যবস্থা। সেদিন হাজার হাজার সমর্থক মোটা অঙ্কের টিকিট কিনেও মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেরে স্টেডিয়ামের ভেতরে বিক্ষোভে ফেটে পড়েন।

রোববার মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় (ব্রাবোর্ন স্টেডিয়াম) প্যাডেল ‘গোট কাপ’ ইভেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে মেসির। এরপর তিনি একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচেও অংশ নেবেন। বিকেল প্রায় ৫টার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট ইন্ডিয়া ট্যুরে’র মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এক পুলিশ কর্মকর্তা জানান, ‘লিওনেল মেসির মুম্বাই সফরকে সামনে রেখে দক্ষিণ মুম্বাইয়ের ব্রাবোর্ন ও ওয়াংখেড়ে স্টেডিয়ামের আশপাশে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতায় যে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ভাঙনের ঘটনা ঘটেছিল, তা মাথায় রেখে এখানে বিশ্বকাপ-স্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।’

মেসির সফর উপলক্ষে বিপুল ভিড়ের আশঙ্কায় দুই স্টেডিয়ামের আশপাশে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বিজয় মিছিল এবং বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সময় এক লক্ষেরও বেশি দর্শক সামলানোর অভিজ্ঞতা রয়েছে মুম্বাই পুলিশের। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও বড় ভিড় সামাল দিতে তারা প্রস্তুত বলে জানান ওই কর্মকর্তা।

পুলিশের দাবি, কলকাতার স্টেডিয়ামের মতো গোপনে ঢোকার কোনো সুযোগ মুম্বাইয়ের স্টেডিয়ামগুলোতে নেই। পাশাপাশি আয়োজকদের নির্দেশ দেয়া হয়েছে, দর্শকদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। উল্লেখ্য, এই ইভেন্টের টিকিটের দাম ছিল ৫ হাজার থেকে ২৫ হাজার রুপি পর্যন্ত। এত টাকা দিয়ে টিকিট কেনার পর দর্শকরা স্বাভাবিকভাবেই উপযুক্ত পরিষেবা প্রত্যাশা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

পুলিশের হিসাব অনুযায়ী, ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রায় ৩৩ হাজার এবং ব্রাবোর্ন স্টেডিয়ামে ৪ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকতে পারেন। এছাড়া, শুধু এক ঝলক মেসিকে দেখার আশায় স্টেডিয়ামের বাইরে ও আশপাশে আরও ৩০ হাজারের বেশি মানুষ জড়ো হতে পারেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর