বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার প্রশ্নে যা বললেন শোয়েব আখতার

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

তিন দিনের জন্য বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। বিপিএলের ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টরের ভূমিকায় থাকবেন তিনি। এ কারণে বিপিএল শুরুর আগেই এসেছেন।

বাংলাদেশে এসে গতকাল মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পেলে নিবেন কিনা? শোয়েব বলেন, ‘শন টেইট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং কোচ। টেইট থাকলে আমাকে লাগবে না। সে অনেক দারুণ একজন কোচ, ভালো, সৎ একজন মানুষ। আমি যদি আসি, আমি সমর্থকদের চ্যাম্পিয়ন হিসেবে আসতে চাইব। আমি বাংলাদেশে এভাবে আসতে চাই। (কোচিংয়ের) সুযোগ এলে চিন্তা করব, তবে আমার হাতে অত বেশি সময় নেই। শন টেইটই এখনো সেরা পছন্দ।’

পরে গতির ঝড় তোলা নাহিদ রানাকে নিয়ে শোয়েব বলেছেন, ‘নাহিদ রানার ক্ষেত্রে বলব, ট্রেনিং চালিয়ে যেতে হবে। শরীরে চাপ নিতে হবে। যদি মাসেল থাকে, পেস ও চিন্তা ঠিক থাকে, বিশ্বাস থাকে, সে দুনিয়ার অন্যতম সেরা হতে পারবে। তাসকিনের এই ব্যাপারগুলো আছে। সে অনেক ভালো ছন্দে রয়েছে।’

১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের স্মৃতি এখনো মনে আছে শোয়েবের, ‘১৯৯৯ সালের (বিশ্বকাপের) ম্যাচে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। সেই ম্যাচটা আমি খেলেছি। এরপর দুই দেশের মাঝে অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশ সবসময় জিততে চায়। বাংলাদেশি লোকজন ক্রিকেটকে অনেক ভালোবাসে। প্লেয়ারদেরকেও ভালোবাসে। আমি যখনই দেখি বাংলাদেশ ভালো করছে, আমার অনেক ভালো লাগে। আফগানিস্তান জিতলেও, ছোট ছোট দল জিতলেও, যারা কিনা সেরা পাঁচে নেই, আমার অনেক ভালো লাগে।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর