পাকিস্তানে ভারতের হামলা, শিশুসহ নিহত ৩; দুইটি বিমান ভূপাতিত
আপডেট: ০৭ মে ২০২৫ ৪:৪৮ এএম

রাতের আঁধারে ভারতের চালানো একযোগে পাঁচটি শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটি। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের কিছু পর ভারতের দিক থেকে চালানো এই ‘কাপুরুষোচিত’ হামলায় এক শিশু, এক নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন বলে জানায় পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। খবর ডন
পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘ভারত বাহাওয়ালপুর, কোতলি ও মুজাফফরাবাদে মসজিদ ও বেসামরিক বসতিতে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান এই হামলার জবাবে আকাশপথে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। আমাদের সব জেট ইতোমধ্যেই টার্গেটে পৌঁছে গেছে।’
মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে একযোগে হামলা চালায় ভারত। প্রাথমিক ক্ষয়ক্ষতি বিশ্লেষণে জানা গেছে, আহমেদপুর ইস্ট: বাহাওয়ালপুর, সুবহানউল্লাহ মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু নিহত, ১২ জন আহত। কোতলি: দুই বেসামরিক নাগরিক নিহত, একটি মসজিদ আংশিক ধ্বংস, মুজাফফরাবাদ: পাহাড়ঘেঁষা রাস্তায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তীব্র শব্দে কেঁপে ওঠে শহর, বিদ্যুৎ বিচ্ছিন্ন, মুরিদকে ও বাঘ: হামলার চিহ্ন ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই চলছে।
জেনারেল চৌধুরী বলেন, ‘মসজিদে আঘাত হানার মধ্য দিয়ে আরএসএ’র হিন্দুত্ববাদী মানসিকতা আবারও প্রকাশ পেয়েছে। তারা ধর্মীয় স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।’
পাকিস্তানী সম্প্রচারমাধ্যম পিটিভি জানায়, পাকিস্তান রাতেই ‘পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা’ নিয়েছে। তবে বিস্তারিত প্রকাশ করা হয়নি। একটি সূত্র জানায়, ‘দুটি ভারতীয় বিমান গুলি করে নামানো হয়েছে। একটির ধ্বংসাবশেষ পাকিস্তান সীমান্তের ভেতরে পড়েছে।’
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘ভারত কাপুরুষের মতো রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। তারা আমাদের আকাশে ঢোকার সাহস দেখায়নি। যদি ঢোকে, তাদের প্রাপ্য জবাব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ভারত সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের কথা বলছে- কিন্তু তারা নারী-শিশু ও মসজিদের উপর হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি- আসুন, দেখুন ভারত কী করেছে।’
ভারত সরকার জানায়, ‘তারা ‘অপারেশন সিন্ধুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হয়েছে। দিল্লি দাবি করেছে, “এই হামলা মেপে ও নিয়ন্ত্রিতভাবে করা হয়েছে। কোনো সামরিক ঘাঁটি লক্ষ্য করা হয়নি।’
গত ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটন শহর পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করে, এর পেছনে ‘সীমান্তপারের সন্ত্রাস’ দায়ী। পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: