সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি

প্রকাশিত: ০২ মে ২০২৫ ২১:০৫ পিএম

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম, স্কোর ৩৩ দশমিক ৭১। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম।

শুক্রবার বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে।

তালিকায় দেখা যায়, বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি ‘বেশ গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।

আরএসএফের এ বছরের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম ও ভুটানের ১৫২তম।

আরএসএফের মতে, এবার সংবাদমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

এদিকে গত বছরের চেয়ে দুই ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র ৫৭তম স্থানে রয়েছে।

আরএসএফের মতে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতায় আশঙ্কাজনক অবনতি ঘটিয়েছেন, যা দেশটিতে স্বৈরাচারী মোড়ের ইঙ্গিত দেয়।

তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে নরওয়ে এবং ১৮০তম দেশ হচ্ছে ইরিত্রিয়া। তালিকায় ১৭৮ ও ১৭৯তম স্থানে রয়েছে যথাক্রমে চীন ও উত্তর কোরিয়া।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর