ডাকসু নির্বাচন: অপপ্রচার ঠেকাতে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিলো প্রশাসন

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ডাকসুর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে সোশ্যাল মিডিয়া থেকে নানাধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রার্থীদেরকে নিয়ে নানাভাবে চরিত্রহননের চেষ্টা করছে। দ্ব্যার্থহীনকণ্ঠে আবারও ঘোষণা করছি এ ধরনের কয়েকটি চিহ্নিত সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে আমরা আচরণবিধির আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আরও কয়েকটি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর