তিন ইবি শিক্ষার্থীর উদ্যোগে মাচাং নামে রেস্টুরেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৯ পিএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী উদ্যোক্তা হিসেবে 'মাচাং' নামে রেস্টুরেন্ট চালু করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের পাশে ফিতা কেটে রেস্টুরেন্টেটি উদ্বোধন করে তারা। এসময় তাদের উদ্যোক্তা হিসেবে সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
 
উদ্যোক্তা তিন শিক্ষার্থী হলেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. রিজওয়ান খান, বাংলা বিভাগের শিক্ষার্থী তন্ময় হাফিজ এবং একই বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার প্রিন্স।
 
লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শাওন বিশ্ববিদ্যালয় ঘুরতে এসে মাচাং পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, আমাদের সময় ভালো মানের খাবার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সহজলভ্য ছিল না। কিন্তু এখন আমার বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সুলভ মূল্যে ভালো মানের খাবার নিশ্চিত করছে এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। আমি আমার বাবাকে নিয়ে বিশ্ববিদ্যালয় ঘুরতে এসে মাচাং এ খাবার খেলাম। এখানকার প্রতিটি খাবার খুবই পরিচ্ছন্ন ও সুস্বাদু ছিল। আমি এই শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে সফলতা কামনা করছি।
 
উদ্যোক্তা শিক্ষার্থী মো. রিজ‌ওয়ান খান বলেন, আমরা তিনজন মিলে ২০২৫ সালের শুরুতে মাচাং রেস্টুরেন্ট চালু করি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ-সহ কিছু কারনে আমাদের এটা বন্ধ রাখতে হয়। আজকে আমরা পুনরায় রেস্টুরেন্টটি উদ্বোধনের মাধ্যমে চালু করলাম। আমাদের ক্যাম্পাসের আশেপাশে ভালোমানের রেস্টুরেন্ট না থাকায় আমরা এটা চালু করেছি। এখানে শিক্ষার্থীসহ শিক্ষকরাও আসতে পারবেন। আমরা মনোরম পরিবেশে সুলভ মূল্যে ভালো মানের খাবার সরবরাহ করবো। মাচাং শুধু আমাদের তিনজনের নয়, মাচাং আমাদের সবার।  সকলের কাছে আমরা দোয়া প্রার্থী।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর