ছাত্রশিবির ইসলামিক সৌন্দর্যের দিকে ডাকে: নুরুল ইসলাম সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

নোবিপ্রবি প্রতিনিধি: “ছাত্রশিবির ইসলামিক সৌন্দর্যের দিকে ডাকে। এখানে কাউকে জোর করে আনা হয় না। ভালো লাগা থেকে ছাত্রশিবিরের সাথে যুক্ত হয়। ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে।” এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের মাধ্যমে চিরকুটে প্রশ্ন নেওয়া হয়। সেই প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, “আমরা কাউকে ডেকে ডেকে আমাদের সংগঠন করতে বলি না। আমরা ইমপ্রুভমেন্টের কাজটা করি। যার পছন্দ হবে, সে আমাদের সাথে যুক্ত হবে। আমাদের একটিভিজম দেখে যদি কারো ভালো লাগে, সে আসতে পারে। এখানে এলে নিজেকে গড়া যায়, একাডেমিক এক্সিলেন্সি তৈরি করা যায়, আবার নেটওয়ার্কিং ডেভেলপ করার সুযোগও পাওয়া যায়।”
ছাত্রশিবিরের বিকল্প প্রসঙ্গে তিনি বলেন, “কারো কাছে যদি শিবিরের থেকে ভালো অপশন থাকে, তবে আপনি সেখানে যেতে পারেন। আমরা কাউকে ইনফোর্স করে আমাদের সংগঠনে আনতে চাই না। আমরা আপনাকে শুধু জীবন গঠনের জন্য ডাকব।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থী জীবনের সঠিক ব্যবহার শিখতে হলে ইসলামী জীবনবোধকে আঁকড়ে ধরতে হবে। ছাত্রশিবির সেই সৌন্দর্যের দিকে আহ্বান জানায়। ছাত্রশিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে একজন শিক্ষার্থী তার চরিত্র, জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেকে গড়ে তুলতে পারে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকরা জানান, ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে সঠিক জীবন গঠনে উদ্বুদ্ধ করাই এ নবীনবরণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: