ডাকসু নির্বাচনে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে বিভিন্ন পদে নির্বাচিত জেলার ৪ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
হল সংসদে নির্বাচিত যে সব শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় তারা হলেন- শামসুন্নাহার হলের সহ সভাপতি (ভিপি) পদে নির্বাচিত কুররাতুল আইন কানিজ, বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত আশিক বিল্লাহ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত তাজকিরুল ইসলাম ও কবি সুফিয়া কামাল হল সংসদের কার্যকরী সদস্য পদে নির্বাচিত নাফিসা সামিহা মায়িসা।
রাজউকের প্রধান প্রকৌশলী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে এপ্লাইড কেমিস্ট্রির চেয়ারম্যান ড. এ এন এম হামিদুল কবির, পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. শফিউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবি মোঃ দেলোয়ার হোসেন।
এই সংবর্ধনার মাধ্যমে ঢাকায় অবস্থানরত অন্যান্য ছাত্র-ছাত্রীরা নিজেদের যোগ্য হিসেবে তৈরী করার জন্য উৎসাহ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: