ইবিতে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

ইবিতে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগামী একবছরের জন্য প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রক্টর হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম পুনঃনিয়োগ পেয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানা যায়। 
 
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ায় ১ অক্টোবর হতে তাঁকে দ্বিতীয় বার পরবর্তী এক বছরের জন্য প্রক্টর হিসেবে উপাচার্য পুন নিয়োগদান করেছেন।
 
এবং ছাত্র-উপদেষ্টা  হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের মেয়াদ গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় ২৮ সেপ্টেম্বর হতে তাঁকে দ্বিতীয় বার পরবর্তী এক বছরের জন্য ছাত্র-উপদেষ্টা হিসেবে উপাচার্য পুন নিয়োগদান করেছেন। 
 
 উল্লেখ্য, এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর