স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দূর্গাপূজার নিরাপত্তা বিষয়ে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় গত বছরগুলোতে পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনাগুলোর দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন ডাকসু নেতারা। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড এবং আলোচিত তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানানো হয়।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, বিগত সময়ে পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের কোনো বিচার হয়নি। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি।

তিনি আরও যোগ করেন, একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন এখনও আমাদের কাছে পৌঁছায়নি। এই ব্যাপারেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম আলোচনায় তোফাজ্জল হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপনের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমরা জোরালো দাবি জানিয়েছি।

পূজার নিরাপত্তা প্রসঙ্গে সাদিক কায়েম উল্লেখ করেন, দেশের কিছু জেলায় নিরাপত্তাজনিত কিছু সমস্যার কথা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে পূজা উপলক্ষে ইতোমধ্যেই সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার প্রিন্টিং নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম ফরহাদ বলেন, ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নিয়ে যেসব প্রশ্ন বা অভিযোগ উঠেছে, সেগুলো যৌক্তিক ও প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিশ্চয়ই খতিয়ে দেখবে। অন্যদিকে, যদি এসব অভিযোগের ভিত্তি না থাকে, সেক্ষেত্রেও প্রশাসনিকভাবে এর যথাযথ জবাব দেওয়া হবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর