পটুয়াখালীর কলাপাড়ায় পুজা মণ্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া পটুয়াখালী: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার সব পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কলাপাড়া থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার মোঃ জহুরুল ইসলাম সহ থানার অন্যান্য কর্মকর্তারা।
 
সভায় অংশ নেন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ তালুকদার। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে।”
 
সভায় ওসি জুয়েল ইসলাম জানান, “পুজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”
 
সভায় উপজেলার সব পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর