বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক, এসআই বরখাস্ত

নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামের বিরুদ্ধে এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে। পরে বিয়ে না করায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হলেও শনিবার (২০ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক তরুণী জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু পরে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন পুলিশ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য বলেন, এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এসআই সুজন শ্যামকে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এসআই সুজন বলেন, আমাকে অন্য কারণে ক্লোজ করা হয়েছে। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, এসআই সুজন শ্যামের মুঠোফোনে একটি আপত্তিকর ছবির ঘটনায় ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর