পূজামণ্ডপে নাশতার চেষ্টায় ১৯ দুষ্কৃতিকারী গ্রেপ্তার: র্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

সারা দেশের ৩৩ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ‘‘ধর্মীয় সংস্কৃতিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে। সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের লোকের বসবাস। সবাই সমান অধিকার নিয়ে যার যার ধর্মের অনুষ্ঠান পালন করব। একে অপরকে সহযোগিতা করব।’’

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার জসীম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর