মির্জাপুরে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আর রহমান হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার টাঙ্গাইল জেলা পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে।মির্জাপুরের আবু হুরায়রা রাদিয়াল্লাহ্ তা’আলা আনহু হিফজ মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ১০ পারা,৫ পারা ও হুসনে সাউত’র তিন বিভাগে প্রতিযোগিরা অংশ নেয়।দিনব্যাপী এ অনুষ্ঠানে অত্র মাদরাসার হাফেজ ক্বারী মো. আহমদুল্লাহ ও হাফেজ মাওলানা মো. সেকান্দারের সার্বিক তত্ত্বাবধানে মির্জাপুর থানা মসজিদের খতিব ও ইমাম মো.ফরিদ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হালিম আধুনিক হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো.আল-আমিন।
 
এসময় প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করেন, ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি আশরাফুজ্জামান।
 
দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড,আকর্ষণীয় সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।প্রসঙ্গত, ৫ ও ১০ পারায় যারা ইয়েস কার্ড পেয়েছে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর