আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইলকে নিষিদ্ধের দাবি স্পেনের

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়াকে যেমন ২০২২ সালে ইউক্রেনে হামলার পর বর্জন করা হয়েছিল, গাজায় গণহত্যার জন্য ইসরাইলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া উচিত। খবর আল জাজিরার।
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ইসরাইলের জন্য নীতিগতভাবে সঠিক হবে কিনা, ক্রীড়া সংস্থাগুলোর তা বিবেচনা করে দেখা উচিত। ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়াকে কেনো বর্জন করা হবে এবং গাজা আক্রমণের পরে ইসরাইলকে কেনো বর্জন করা হবে না, এমন প্রশ্ন তোলেন তিনি।
স্প্যানিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যতক্ষণ না বর্বরতা শেষ হয়, রাশিয়া বা ইসরাইলের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত নয়।’
এরআগে গত সপ্তাহে, স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছিলেন, ইসরাইলি দলগুলোকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করা উচিত। যেমনটি ইউক্রেনে হামলার পর রাশিয়ার দলগুলোকে ব্যাপকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।’
গত বছর, হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইহুদি-বিদ্বেষী বলে অভিহিত করেন।
আপনার মূল্যবান মতামত দিন: