স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়ে যা বললেন: উপদেষ্টা আসিফ

দেশের চিকিৎসা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা দেশেই সম্ভব হয়। এরইমধ্যে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। দেশের চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে উন্নীত করতে হবে, যাতে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা দেশেই সম্ভব হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এ অবস্থার পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। চীনের সহযোগিতায় দেশে আধুনিক ও উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসা দেশেই নিশ্চিত করবে।”
তিনি বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা (নূরজাহান বেগম) ক্যানসারে আক্রান্ত হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যানসার চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল।”
তিনি আরো বলেন, “এটি মানবিক দৃষ্টিতে দেখা উচিত। ব্যক্তিগত স্বাস্থ্য সংকটের কারণে কারো দায়িত্ব পালনে প্রশ্ন তোলা ঠিক নয়। বরং আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে কেউ চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়।”
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: