আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবে ইতোমধ্যে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে অবস্থান ক‌রে প্রধান উপদেষ্টা গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলেছেন, তা তাত্ত্বিক (থিউরিটিক্যাল)।’’

আইন উপদেষ্টার ম‌নে করেন, আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি ব‌লেন, ‘‘আমরা সবাইকে নি‌য়ে শান্তিতে ও নিরাপদে বাস কর‌তে চাই। এখানে পাহাড়ি-বাঙালি বলে ভেদাভেদের যে দেওয়াল তুলে দেওয়া হয়, সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।’’

এ সময় আইন উপদেষ্টার সঙ্গে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দে‌লোয়ার হো‌সেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব লিমন শাহ কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর