রাবিতে 'ছাত্রীদের বিনা পারিশ্রমিকে যৌনকর্মী' বলায় ছাত্রদল নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের প্রভোস্ট কর্তৃক ৯১ জন শিক্ষার্থীকে তলব নিয়ে নিউজের ফটোকার্ডের নিচে ‘এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতার পদ স্থগিত করল শাখা ছাত্রদল।

এছাড়া ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। বুধবার (৩ আগস্ট) রাত ১১টায় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সহসভাপতি জান্নাতুল নাঈমা তুহিনার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে শাহ মখ্দুম হলের সহসভাপতি এ আর মিলন খান কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এ বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি দাবি করেন যে, ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তবে বিষয়টির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত সংগঠন তার পদ স্থগিত করেছে।
 
এতে আরো জানানো হয়, যদি তদন্তে প্রমাণিত হয় যে উক্ত মন্তব্য তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন, তাহলে ছাত্রদল থেকে তাকে আজীবন বহিষ্কার করার পাশাপাশি তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য ছাত্রদল বদ্ধপরিকর।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর