পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী জননেতা জনাব মোবারক হোসাইন বলেছেন, পতিত ফ্যাসিবাদী সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এমতাবস্থায় দেশবাসীর প্রত্যাশা হল দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। জনগণ বিশ্বাস করে পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন,রাজধানীর লাখো মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মোহাম্মদপুর-বছিলা দীর্ঘদিন ধরে অবহেলিত। অসংখ্য গর্ত ও খানাখন্দ, পানি জমে কাদা, দুর্ঘটনার ঝুুঁকি এবং প্রতিদিনের তীব্র যানজটে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ফোর লেন করার উপযোগী এই সড়কের বড় অংশ বর্তমানে ইট-পাথরের ব্যবসা ও ভ্রাম্যমাণ দোকানের দখলে রয়েছে। জনাব মোবারক হোসাইন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে জনগণ সুযোগ দিলে মোহাম্মদপুর-বছিলা সড়ক দখলমুক্ত করে আধুনিক মানে সংস্কার করা হবে, ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে থানা জামায়াত আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও কর্তৃপক্ষকে অবিলম্বে রাস্তা সংস্কার ও দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
 
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, আশরাফুল আলম, সাইফুর রহমান, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান ও মারুফ বিল্লাহ। এছাড়া ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও এলাকার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
 
প্রচ- গরমের মধ্যেও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই ন্যায্য দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর