৫ দফা দাবিতে জামায়াতের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৫:০৫ পিএম

ফাইল ছবি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির আওতায় আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছাড়াও ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও এর অর্জন ব্যর্থ হবে। এছাড়া এর ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন না করা হলে ফ্যাসিবাদ ফিরে আসবে।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, শুরু থেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ এসব দাবি জানিয়ে আসলেও সরকার তাতে কর্ণপাত করছে না। তাই দাবি আদায়ে গণআন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

এদিন সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-

 

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।

 

২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।

 

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

 

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর