''জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে জাতীয় নির্বাচনকে বাঁধাগ্রস্ত হবে না''

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা জাহিদ হোসেন

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি: জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুংকারেই আগামী জাতীয় নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবে না।বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুন্ঠনকৃত অর্থ ফেরত আসবে,আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় কার্যক্রমের গতিশীলতা বাড়াতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
 
এসময় তিনি আরো বলেন,আজকে যারা ষড়যন্ত্র করে বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। ঐক্যমত কমিশনের আলোচনা সভায় কেউ কেউ রাজপথে নামার হুংকার দিচ্ছে। যারা বিভিন্ন হুংকার দিচ্ছে তারা স্বৈরাচারকে পূর্ণবাসন করার রাস্তার প্রসস্থ করছে। নির্বাচন ও বিচার বিলম্বিত করে স্বৈরাচারের পূর্ণবাসন বাংলার জনগণ দেখতে চায় না।জুলাই আন্দোলনের সবাইকে আহ্বান জানাবো স্বৈরাচার বিদায়ে যারা আমরা ঐক্যবদ্ধ ছিলাম,ঐক্যবদ্ধ থাকি জনগণের পাশে থাকি এবং  এই অন্তবর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে দেয় তাদের পরিচালনার দায়িত্ব তারা কাকে দিবে। 
 
নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দ্রুত সময়ের মধ্যে তৃণমূলে কমিটি সম্পূর্ণ করার নির্দেশনা দেন। এছাড়াও সব ধর্ম ও পেশার মানুষের সাথে মিশে কাজ করার আহ্বান জানান তিনি।
 
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব শাহাদাত হোসেন সোহাগ,পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজওয়ান প্রধান রিমন,সদস্য সচিব রেইন সরকার সহ আরো অনেকে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর