আওয়ামী লীগ বিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক ফাহিম ফারুকীর

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ফাইল ছবি

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়ালেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। আজ বিকেলে এক জরুরি বিবৃতিতে তিনি আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দলের বিচারের দাবিতে সারাদেশে লীগ বিরোধী বিক্ষোভ মিছিল, অবরোধ ও লাগাতার কর্মসূচির আহ্বান জানিয়েছেন।

ফাহিম ফারুকী তার বিবৃতিতে বলেন, এখন আর নীরব থাকার সময় নেই। আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা বারবার বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা প্রতিজ্ঞা করছি — জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বাংলার মাটিতে ফিরতে দেব না।

তিনি বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), এনসিপি, গণ অধিকার পরিষদসহ সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্র হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান।

নির্বাচনে আওয়ামী লীগ ঠেকানোর ঘোষণায় ফাহিম ফারুকী বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ১৪ দলের কোনো প্রার্থী যেন অংশ নিতে না পারে, সে জন্য দেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে হবে। হত্যাকারী ও গণতন্ত্র বিনাশকারীদের ভোটের ময়দানে কোনো স্থান নেই।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে জুলাই বিপ্লব আর বাঁচবে না এবং বিপ্লবীদের কপালে শুধু ফাঁসি থাকবে। তাই তিনি ছাত্র জনতা ও সব বিপ্লবী শক্তিকে রাজপথে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানান।

বিবৃতিতে ফাহিম ফারুকী বলেন, জুলাই ছিল বাংলার বিপ্লবের প্রতীক। সেই চেতনাকে আবার জাগিয়ে তুলতে হবে। রাজপথে নেমেই আমরা এই সরকারবিরোধী লড়াইকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফাহিম ফারুকীর এই বিবৃতি বিরোধী দলের আন্দোলনকে নতুন গতি দিতে পারে এবং শিগগিরই সারাদেশে সমন্বিত কর্মসূচির ঘোষণা আসতে পারে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর